লক্ষ্মীপুর মডেল স্কুল এন্ড কলেজ ও মডেল মাদরাসার উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন ছবক ও মেধা পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে প্রতিষ্ঠানটির মাঠে সভাটি অনুষ্ঠিত হয়। এসময় ছাত্র-ছাত্রীদের কোরআন ছবক প্রদান করেন, রামগতির চরকলাকোপা কারামতিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হারুন অর রশিদ।
প্রতিষ্ঠানের সভাপতি শায়লা এনামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ এমরান, জেলা যুবদলের বর্তমান সভাপতি রেজাউল করিম লিটন, সমাজসেবক ওবায়দুর রহমান, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আ.ন.ম নোমান, জেলা কৃষক দলের সহ-সভাপতি বদরুল আলম শ্যামল, ছাত্রদল নেতা নাসির উদ্দিন মিশন, আবদুল্লাহ আল খালেদ, আবুল বারাকাত সৌরভ, দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু, আরিফ মাহমুদ কাজল, নোমান পাটোয়ারীসহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, মডেল স্কুল এন্ড কলেজ ও মডেল মাদরাসায় পড়ে একজন শিক্ষার্থী যেমনিভাবে পবিত্র কোরআন শিখবে। তেমনিভাবে আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে। রাষ্ট্রের একজন সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠান দুটির সুবিন্যস্ত সিলেবাস রয়েছে। এখানকার ছাত্র-ছাত্রীদের সৎ, দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার জন্য স্কুল ও মাদরাসাটি প্রয়াস চালিয়ে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :