লক্ষ্মীপুরে ইলেকট্রিশিয়ানদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জেলা শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে এ আয়োজন করা হয়। দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল পণ্য প্রস্তুত ও বাজারজাতকারী প্রতিষ্ঠান সুপার স্টার গ্রুপ আয়োজিত দক্ষতা উন্নয়ন কর্মশালায় জেলার ৩ শতাধিক ইলেকট্রিশিয়ান প্রশিক্ষণ নেয়।
প্রশিক্ষণ পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এলজিইডি লক্ষ্মীপুর সদরে প্রকৌশলী মো. জাহাঙ্গীর কবির। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, সদর উপজেলা এলজিইডি’র সহকারী প্রকৌশলী মো. বেলাল হোসেন, সুপার স্টার গ্রুপের বিক্রয় ডিজিএম মো. রাকিবুল হাসান, সুপার স্টার গ্রুপের ডিস্টিবিউটর মো. কামাল হোসেন।
অর্ধদিনব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালায় প্রশিক্ষক হিসাবে ছিলেন মো. সাইফুল ইসলাম।
আপনার মতামত লিখুন :