ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

লক্ষ্মীপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভোরের মালঞ্চ | স্টাফ রিপোর্টার ডিসেম্বর ২১, ২০২৪, ১১:৫৬ পিএম লক্ষ্মীপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

লক্ষ্মীপুরে  সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
শনিবার (২১ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার কুশাখালিতে হাজী কাজম উদ্দিন ইসলামী একাডেমির উদ্যোগে এ শীতবস্ত্র বিতরন করা হয়।

এসময় প্রতিষ্ঠানটির সভাপতি সেলিম উদ্দিন নিজামীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক) লক্ষ্মীপুরের সভাপতি প্রফেসর জেডএম ফারুকী।
প্রতিষ্ঠানটির প্রধান মাওলানা নাছির উদ্দিনের সঞ্চালনায় শীতবন্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালের ডিএমডি মুহাম্মদ শহীদ উল্লাহ, হাজী কাজম উদ্দিন ইসলামী একাডেমির সহ-সভাপতি হাফেজ মিজানুর রহমান মানিক, হাজ্বী আবুল কাশেম, মাদরাসা পরিচালনা কমিটির সেক্রেটারী মাকছুদুর রহমান,প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাস্টার আবদুর রহিম, মাওলানা আবদুল্লাহ ফারুক,
 আবদুল কাইয়ুম।এছাড়াও  সমাজসেবক আবদুস সাত্তার, মাদরাসা কমিটির সদস্য নিজাম উদ্দিন জুয়েলসহ আরো অনেকে। 

Side banner