লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিন চর আবাবিল ইউনিয়নের গৃহবধূ পারুল বেগমের ঝুলন্ত মরদেহ দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আরেক গৃহবধূ রুপবান বেগম।
ঘটনার বিবরণে জানা যায়, গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) আনুমানিক সকাল ৮টায় দক্ষিন চর আবাবিল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ টাকুয়ার চর নিবাসী (তুলাতলীর পার্শ্ববর্তী) মোল্লা বাড়ির মফিজ মোল্লার সহধর্মিণী ও ৫ সন্তানের জননী পারুল বেগম (৫৫) এর ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বজনরা। পরে হায়দারগঞ্জ ফাঁড়ি থানায় ফোন দিলে উপ পুলিশ পরিদর্শক মজিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়াকে বিষয়টি অবহিত করেন।
এ ঘটনায় সন্ধ্যা নাগাদ একই ইউনিয়নের গাইয়ার চর গ্রামের মালগাজী বাড়ির আবুল বাশারের সহধর্মিণী রুপবান বেগম (৪৫) ছুটে আসেন মরদেহটি একনজর দেখার জন্য।
মরদেহ দেখে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে প্রিন্সিপাল আব্দুর জব্বার হুজুরের বাড়ির দরজা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় কবলিত হন রুপবান বেগম।
তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
আপনার মতামত লিখুন :