লক্ষ্মীপুর সদর উপজেলার কালিবাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. জাহাঙ্গীর আলম শিবু ও সাধারণ সম্পাদক পদে মো. আরমান খন্দকার নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণার পর নির্বাচিত প্রতিনিধিদের ফুলের মালা দিয়ে বরণ করেন ব্যবসায়ীরা।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার। আগামী ৩ বছর বর্তমান নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবে।
এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২১৫ জন ভোটারের মধ্যে ২০৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
মো. জাহাঙ্গীর আলম শিবু (ছাতা) ১১৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল মালেক ভূইয়া (চেয়ার) পেয়েছেন ৯৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. আরমান খন্দকার (ফুটবল) ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বেলাল হোসেন (আনারস) পেয়েছেন ৫০ ভোট।
এদিকে, একাধিক প্রার্থী না থাকায় ৯ পদে ভোট হয়নি। বিনা প্রতিদ্বন্ধিতায় তারা বিজয়ী হয়েছেন। তারা হলেন, সহ-সভাপতি মাওলানা ইব্রাহীম, সহ-সেক্রেটারি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মো. মফিজুল ইসলাম, প্রচার সম্পাদক মো. হোসেন, কোষাধ্যক্ষ মো. আবুল কাশেম, দপ্তর সম্পাদক মো. কাশেম, সাধারণ সদস্য পদে আবদুল মান্নান, আবদুল খালেক, মো. স্বপন, মো. খালেক, মো. আবদুর রাজ্জাক।
আপনার মতামত লিখুন :