নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী ও দুই পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলার কাঞ্চন-রূপসী সড়কের হাটাবো জেলেপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ থানাধীন কলসকাঠী বেবাজ এলাকার কালাম খানের ছেলে হৃদয় খান (২৬), রূপগঞ্জে হাটাবো এলাকার ফালাইনার ছেলে রামদাস (৭০) ও গোলাম রহমানের ছেলে ইবাদুল্লাহ (৭১)।
আহতরা হলেন- মোটরসাইকেল আরোহী মুন্না, শান্ত, পথচারী তাহের, রাধামন, সুরেশ্বর ও অনিক।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, সকালে রাজধানীর নতুন বাজার এলাকা থেকে মোটরসাইকেল যোগে হৃদয় খান, মুন্না ও শান্ত নামে তিন যুবক খেজুরের রস খেতে রূপগঞ্জে আসেন। খেজুরের রস খেয়ে তারা ঢাকা ফেরার পথে কাঞ্চন-রূপসী সড়কের জেলাপাড়া এলাকায় পৌঁছালে, বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি ইটবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী হৃদয় খানের। এসময় আহত হন মুন্না ও শান্ত নামে দুই আরোহী।
অপরদিকে সকাল ৯টার দিকে ওই ঘটনাস্থল থেকে মাত্র ২০০গজ দূরে রাম দাস ও ইবাদুল্লাহ মাছ কিনছিলেন। এসময় দ্রুত গতিতে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে দাঁড়ানো থাকা রাম দাস ও ইবাদুল্লাহকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসময় আহত হন আবু তাহের, রাধামন ও স্বর্বসর ও অনিক নামে আরও চার পথচারী ।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে প্রাইভেটকার চালক ও ইটবাহী ট্রলিসহ চালককে আটক করেছে। জব্দ করা হয়েছে প্রাইভেটকার ও ইটবহকারী ট্রলিটি।
আপনার মতামত লিখুন :