লক্ষ্মীপুরের রায়পুরে শহীদ জিয়া স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠান হয়। রায়পুর স্পোর্টস একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, বর্তমান সদস্য সচিব সফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক এ.বি.এম জিলানী, সদস্য সচিব শফিকুল আলম আলমাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূইয়া।
পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভূঁইয়া কামাল রায়হান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালেহ আহাম্মদ, বিএনপি নেতা নজরুল ইসলাম লিটন, আনিসুল হক, অ্যাডভোকেট আকবর হোসেন আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক শাহরিয়ার ফয়সাল, ছাত্রদল আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন রায়পুর জনসেবা জেনারেল হাসপাতাল (প্রাঃ) বনাম পাইওনিয়ার গ্রুপ। খেলায় পাইওনিয়ার গ্রুপ বিজয় লাভ করে।
আপনার মতামত লিখুন :