ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩১

লক্ষ্মীপুরের জকসিন বাজারে কোটি টাকার খাস জমি উদ্ধার

ভোরের মালঞ্চ | স্টাফ রিপোর্টার জানুয়ারি ১, ২০২৫, ১১:২৮ পিএম লক্ষ্মীপুরের জকসিন বাজারে কোটি টাকার খাস জমি উদ্ধার

লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারে অভিযান চালিয়ে এক কোটি ১০ লাখ টাকা মূল্যের খাস জমি উদ্ধার করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) দিনব্যাপী অভিযান চালিয়ে এ জমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জমির পরিমাণ ১৫.৬৪ শতাংশ। 

 

এদিন সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে উল্লেখ করা হয়, সদর উপজেলার জকসিন বাজারে সরকারের ১নং খাস খতিয়ানভুকৃত জমিতে নির্মাণ করা সর্বমোট ২৮ টি অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে উদ্ধারকৃত মোট ভূমির পরিমাণ ১৫.৬৪ শতাংশ, যার আনুমানিক মূল্য এক কোটি দশ লাখ টাকা। অভিয়ানে বাংলাদেশ পুলিশ, সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক সার্বিক সহযোগিতা করা হয়।

 

উল্লেখ্য, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার গত ২৯ ডিসেম্বর জেলার উচ্ছেদ অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন। পুরে জেলায় ধারাবাহিকভাবে এ অভিযান পরিচালনা করা হবে বলে জানায় জেলা প্রশাসন।

Side banner