ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩১

রামগতিতে ২ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

ভোরের মালঞ্চ | স্টাফ রিপোর্টার জানুয়ারি ২, ২০২৫, ১২:১৬ এএম রামগতিতে ২ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

লক্ষ্মীপুরের রামগতিতে ২ টি ইটভাটা মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ জানুয়ারি) উপজেলার এনবিএম ব্রিকস ও আরবিসি ব্রিকসে অভিযান চালানো হয়। সেই সঙ্গে ভাটায় ইট পোড়ানোর কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়। 


জানা গেছে, জেলা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর মেজবাহীজ্জুলহাম ও রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন এর নেতৃত্বে রামগতির ২ টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধনী-২০১৯) লঙ্ঘনের দায়ে এনবিএম ব্রিকস ও আরবিসি ব্রিকসের ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গুড়িয়ে দেওয়া হয় ইট ও ইটভাটা। অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম সহায়তা করে।
 

Side banner