জামালপুরে যৌতুক না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এই আদেশ দেন।
দণ্ডিত আসামির নাম উজ্জ্বল মিয়া ওরফে উজ্জ্বল মাহমুদ। তিনি জামালপুর সদরের দেউলিয়াবাড়ি গ্রামের বাসিন্দা।
রাষ্ট্র পক্ষের আইনজীবী ফজলুল হক জানান, উজ্জ্বল পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। না পেয়ে ২০২৩ সালের ১৮ এপ্রিল রাতে তার অন্তঃসত্ত্বা স্ত্রী তাহমিনা জান্নাতকে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনার পরে দিন তাহমিনার বাবা ইব্রাহিম খলিল বাদি হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরে ১৫ জনের সাক্ষ্য শেষে সব আসামির উপস্থিতিতে এ আদেশ দেন বিচারক।
আপনার মতামত লিখুন :