ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩১

লক্ষ্মীপুরে নানা আয়োজনে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপন

ভোরের মালঞ্চ | স্টাফ রিপোর্টার জানুয়ারি ২, ২০২৫, ০৮:৪৪ পিএম লক্ষ্মীপুরে নানা আয়োজনে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপন

'নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে লক্ষ্মীপুরে নানা আয়োজনে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) লক্ষ্মীপুর সমাজসেবা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।


সকালে দুই প্রজন্মের নবীন-প্রবীণের সমন্বয়ে জেলা স্টেডিয়াম হতে উপজেলা পরিষদ পর্যন্ত ওয়াকাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। পরে পরিষদ মিলনায়তনে কল্যাণ রাষ্ট্র বিষয়ক মুক্ত আড্ডায় মিলিত হন সবাই।


এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক স্বপন কুমার হালদার, সহকারি পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান, সনাক সভাপতি জেড এম ফারুকী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণ প্রজন্ম ও সর্বস্তরের জনগণ।  
আড্ডা শেষে পুরষ্কার বিতরণ, শীতার্থদের মাঝে কম্বল ও প্রতিবন্ধী ব্যাক্তিগণের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

Side banner