লক্ষ্মীপুর তা’মীরুল মিল্লাত হিফয মাদরাসার নতুন ক্যাম্পাস উদ্বোধন হয়েছে। শনিবার ( ৪ জানুয়ারি) দুপুরে জেলা শহরের কালু হাজী সড়কস্থ এলাকায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানটির নতুন ভবনের যাত্রা শুরু হয়।
এসময় হিফয সম্পন্ন করা শিক্ষার্থীদের সন্মাননা ও পাগড়ি প্রদান করা হয়।
মাদরাসাটির প্রধান উপদেষ্টা মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সহ-সুপার হাফেজ মাওলানা ইব্রাহীম বিন হুছাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. রেজাউল করিম, বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি মাওলানা লুৎফুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর এস.ইউ.এম রুহুল আমিন ভূঁইয়া, মুক্বাদ্দামাতুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু তাহের গুলজারীসহ আরও অনেকে।
আপনার মতামত লিখুন :