লক্ষ্মীপুরে উদ্বোধন হলো ‘উদয়ন স্কুল এন্ড কলেজ’র।’ শনিবার (৪ জানুয়ারি) সকালে জেলা শহরের রেহান উদ্দিন ভূঁইয়া সড়কের রেড ক্রিসেন্ট সংলগ্ন এলাকায় নিজস্ব ক্যাম্পাসে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
উদয়ন স্কুল এন্ড কলেজের সভাপতি এডভোকেট শাহাদাত হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর এস.ইউ.এম রুহুল আমিন ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবদুল আজিজ, প্রবীণ রাজনীতিবিদ হাসানুজ্জামান, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি শামছুল করিম খোকন, কেয়ার এডুকেশন স্কুলের অধ্যক্ষ আসাদুজ্জামান, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, পরিচালনা কমিটির সদস্য প্রফেসর হেলাল উদ্দিন, আবদুস শহিদ, মো. মজিব উল্যাহ, মো. বেলাল হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, স্কুল জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ স্থান। দক্ষ হাতে স্কুলটি পরিচালনা করা হলে শিক্ষার মান উন্নয়ন হবে এবং দক্ষ জনশক্তি গড়ে উঠবে।
আপনার মতামত লিখুন :