ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

জিয়া সাইবার ফোর্স লক্ষ্মীপুরের সভাপতি সুমন সম্পাদক মিন্টু

ভোরের মালঞ্চ | স্টাফ রিপোর্টার জানুয়ারি ৫, ২০২৫, ১২:৪৯ এএম জিয়া সাইবার ফোর্স লক্ষ্মীপুরের সভাপতি সুমন সম্পাদক মিন্টু

জিয়া সাইবার ফোর্স ‘লক্ষ্মীপুর জেলা শাখার ৩৫১ সদস্য বিশিষ্টি কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) কেন্দ্রীয় কমিটির সভাপতি কে.এম হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক রবিউল আউয়াল তালুকদার (রবি) স্বাক্ষরিত এক পত্রে কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামী দুই বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।   


কমিটিতে মোহাম্মদ সোহানুর রহমান সুমনকে সভাপতি ও মো. রবি উল্যা মিন্টুকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া ফারহান উদ্দিন সিফাতকে সিনিয়র সহ-সভাপতি, আবিদ হাসান রুবেলকে সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক, এস.আই. ফয়সালকে সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ হোসাইন আবিরকে প্রচার সম্পাদক, মাইন উদ্দীন খানকে দপ্তর সম্পাদক, মেহেদী হাসান সুমনকে কোষাধ্যক্ষ করা হয়। 


কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে ৮৬ জন, যুগ্ন সাধারণ সম্পাদক করা হয়েছে ৫৪ জন, সহ-যুগ্ন সাধারণ সম্পাদক ৪৬ জন, সহ-সাংগঠনিক সম্পাদক ১৯ জন, সহ-প্রচার সম্পাদক ৩২ জন, সহ- দপ্তর সম্পাদক ১৫ জন, ও সদস্য ৪৬ জনসহ অন্যান্য পদে ৩৫১ জন বিশিষ্ট কমিটি করা হয়। কমিটির প্রত্যেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতীদল ও মহিলা দলের বিভিন্ন ইউনিটের সদস্য। 


এদিকে, কমিটি গঠনের পর জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে নবাগত কমিটি। এছাড়া জেলা শহরে আনন্দ র‌্যালি করে নেতাকর্মীরা। 
 

Side banner