জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৪ জানুয়ারি) বিকালে রায়পুর পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
পৌরসভা জামায়াতের আমির হাফেজ মাওলানা ফজলুল করিমের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য দেন দলের লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির ও লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য প্রার্থী মাস্টার রুহুল আমিন ভুইয়া।
তিনি বলেন, ‘স্বৈরাচারের আমলে আমরা নিজের ভোট দিতে পারি নাই, সাংবাদিকরা সত্যকে তুলে ধরতে পারে নাই, শাসক গোষ্ঠী টুঁটি চেপে ধরেছে। এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মানে সৎ,দক্ষ, দেশ প্রেমিক নাগরিক তৈরি করতে হবে। মানুষের ভালোবাসা অর্জন করতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারী জেনারেল এডভোকেট আতিকুর রহমান, জেলা নায়েবে আমীর এডভোকেট নাজীর আহমদ ভূঁইয়া, জেলা সহকারি সেক্রেটারী সরদার সৈয়দ আহমদ, উপজেলা আমীর সাইয়্যেদ নাজমুল হুদা, সেক্রেটারী এডভোকেট আবদুল আউয়াল রাসেল, পৌর নায়েবে আমীর এডভোকেট কামাল উদ্দীন, সেক্রেটারী আশরাফুল ইসলাম রাকিব প্রমুখ।
এসময় বক্তারা আরও বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ইসলাম ও ন্যায় ভিত্তিক সুশাসনের বাংলাদেশ বিনির্মাণ, মানবতার সেবা ও দেশ পরিচালনায় যােগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি লাভ করা জামায়াতের একমাত্র লক্ষ্য।
আপনার মতামত লিখুন :