প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াতে ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান 'চৌপল্লী মডেল স্কুল'র যাত্রা শুরু হলো।' রোববার (৫ জানুয়ারি) সকালে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়টি উদ্বোধন করা হয়।
লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী বাজার এলাকায় যাত্রা শুরু হওয়া বিদ্যালয়টির লক্ষ্য 'গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের আধুনিক ও নৈতিক শিক্ষাদান করা।' স্কুলটিতে পড়ালেখা করে ছাত্র-ছাত্রীরা মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসাবে গড়ে উঠবে। ব্যক্তিগত ক্যারিয়ার গঠনের পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান রাখবে সমাজ ও রাষ্ট্রে।
প্রত্যন্ত গ্রামে শিক্ষার আলো ছড়ানোর প্রত্যয়ে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির উদ্বোধন করেন পরিসংখ্যান ব্যুরোর সাবেক উপ পরিচালক আবু খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ।
উদ্বোধন অনুষ্ঠানে স্কুলটির প্রধান শিক্ষক মমিনুল হক মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাংবাদিক রফিকুল ইসলাম, ওয়ামির জেলা সভাপতি হাবিবুর রহমান সবুজ, সহ-সভাপতি রেজাউল করিম সুমন, উত্তর জয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মোস্তফা, সাধারণ সম্পাদক কুতুবুল হায়দার চৌধুরী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. সোহরাব ভূইয়া। এছাড়াও অনুষ্ঠানে ৫ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :