ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

ডাকাতির প্রস্তুতিকালে লক্ষ্মীপুরে ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ

ভোরের মালঞ্চ | স্টাফ রিপোর্টার জানুয়ারি ৭, ২০২৫, ০৫:১৮ পিএম ডাকাতির প্রস্তুতিকালে লক্ষ্মীপুরে ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোররাতে পৌরসভার তেরবেকী এলাকায় ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আটককৃতরা হলো লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার খোরশেদ আলমের ছেলে জুয়েল হোসেন(৩১), সদর উপজেলার চর মনসা গ্রামের আবদুল সহিদের ছেলে সুমন হোসেন(২৫) ও  চরভূতা এলাকার জসিম উদ্দিনের ছেলে রুবেল হোসেন(২৭)। 

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, আটককৃতরাসহ একদল ডাকাত লক্ষীপুর-মুজচৌধুরীরহাট সড়কের তেরবেকী এলাকায় বাসে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুুতি নিচ্ছিলেন। এসময় স্থানীয়রা ৩ জনকে আটক করে। পরবর্তীতে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। পরে পুলিশ আশংকাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।  এদিকে, আটককৃতদের সাথে থাকা অন্যরা তাৎক্ষণিক দৌড়ে পালিয়ে যায়। 

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, ডাকাতির প্রস্তুুতি কালে তিনজনকে গনধোলাই দিয়ে পুলিশের সোর্পদ করেছে স্থানীয়রা। পরে তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা ও ডাকাতির সাথে জড়িত রয়েছে, কিনা সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি ডাকাতির প্রস্তুতি মামলা করা হবে।

​​​​​

Side banner