ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক মার্চ ১১, ২০২৫, ১০:৩৬ এএম আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

পাবনায় আধিপত্য বিস্তারের জেরে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। সোমবার রাতে উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের চক পাটা উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

 

মঙ্গলবার (১১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান।

 

নিহত আমিরুল ইসলাম ক্ষেতুপাড়া গ্রামের লোহাই প্রামাণিকের ছেলে ও ক্ষেতুপাড়া উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন। তিনি উপজেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

 

স্থানীয়রা জানান, এলাকার দখল নিয়ে খালেক, ইমু ও মিঠুর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল উপজেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলামের। এর জেরে রাতে আমিরুলের ছোট ভাইকে মারধর করে ইমুর লোকজন। খবর শুনে আমিরুল ঘটনাস্থলে গেলে তাকে কুপিয়ে জখম করে অভিযুক্তরা। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক আমিরুলকে মৃত ঘোষণা করে।

 

এ বিষয়ে সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ইমু ও মিঠুকে আটক করে।

Side banner