ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

রামগতিতে গৃহবধূ গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

ভোরের মালঞ্চ | স্টাফ রিপোর্টার মার্চ ২৬, ২০২৫, ০১:২৩ এএম রামগতিতে গৃহবধূ গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগতিতে হাত-পা বেঁধে এক সন্তানের জননী এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে দায়েরকৃত ধর্ষণ মামলার প্রধান আসামী জামাল আহমেদ সনিকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২৫ মার্চ) ইফতারির আগ মুহুর্তে নোয়াখালী শহর এলাকায় অভিযান চালিয়ে র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (২৪ মার্চ) সেহরীর সময়ে উপজেলার চরগাজী ইউনিয়নের ৪নং ওয়ার্ড দক্ষিন টুমচর এলাকায় গণধর্ষণের এ ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী গৃহবধূ বাদি হয়ে জামাল আহমেদ সনিকে প্রধান আসামী করে অজ্ঞাত আরও তিনজনকে অভিযুক্তসহ রামগতি থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। এরইপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামী জামাল আহমেদ সনিকে গ্রেফতার করেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, র্যাব সদস্যরা অভিযান চালিয়ে নোয়াখালী থেকে জামাল আহমেদ সনিকে গ্রেফতার করেছেন। তাকে রামগতি থানায় নিয়ে আসার কার্যক্রম চলছে।

উল্লেখ্য: সোমবার সেহরির সময়ে প্রাকৃতির ডাকে সাড়া দিতে বসতঘরের অদুরে টয়লেটে যান ভুক্তভোগী ওই গৃহবধূ। এসময় কিছু বুঝে ওঠার আগে দুই ব্যক্তি তাকে ঝাপটে ধরে নির্জন একটি পুকুরপাড়ে নিয়ে যান। পরে সেখানে হাত-পা ও মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করে তাকে।  একপর্যায়ে জ্ঞান হারিয়ে পেললে ধর্ষকরা পেলে রেখে চলে যান। জ্ঞান ফেরার পর চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে ভুক্তভোগীকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেন।

Side banner