লক্ষ্মীপুরে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ৪৬ তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর হসপিটাল রোডের রুফটপ রেস্টুরেন্টে লক্ষ্মীপুর সরকারি কলেজ বিএনসিসির আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার পিইউও মো সফিকুল ইসলামের সভাপতিত্বে ও ময়নামতি রেজিমেন্টের ০৬ ব্যটালিয়ন সিইউও ক্যাডেট আন্ডার অফিসার মো ছানিয়াত হাবিব ইরামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ মো আজিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড.মো জাহিদুল ইসলাম,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের লেকচারার ও রোভার স্কাউট দ্বায়িত্বরত মোঃ মাকসুদুর রহমান।
অনুষ্ঠানে অতিথিরা পাঠ্য বইয়ের বাহিরে নিয়ম -শৃঙ্খলার সাথে থাকার এবং সকলের প্রতি সম্মান ও দেশের বিভিন্ন সমস্যা সমাধানে বিএনসিসির সদস্যদের নিরলস ভাবে কাজ করে যাওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানটি সফল করতে সার্বিক ভাবে সহযোগিতা করে ক্যাডেট কর্পোরাল রায়হান,রাহাত,সিফাতসহ অনেকে।
আপনার মতামত লিখুন :