ঈদুল ফিতর উপলক্ষে সড়কে শৃঙ্খলা ফিরাতে ব্যতিক্রমধর্মী কার্যক্রম করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার (২৯ মার্চ) লক্ষ্মীপুর পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভের নেতৃত্বে কাজ করেন তারা।
এছাড়া পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত ও যানজট কমাতে তারা সক্রিয়ভাবে কাজ করছেন।
পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেন, ঈদ উপলক্ষে পৌর শহরের প্রধান সড়কে যানজট বেড়েছে পূর্বের চেয়ে কয়েকগুণ। এতে ভোগান্তিতে পড়তে হয় ঈদ কেন্দ্র করে ক্রয়বিক্রয় করতে আসা মানুষদের। ওই মানুষগুলো কষ্ট লাগবে পৌরসভা ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করছি।
পৌর শহরের যানজট নিরসনে কাজ করছি। কেন্দ্রীয় বিএনপির যুগ্ন মহা সচিক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীর নির্দেশে অর্ধশতাধিক নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাসেবী ট্রাফিকের ভূমিকা পালন করেছি। বিগত দিনেও অসংখ্য ইতিবাচক কাজ করেছি। ভবিষ্যতেও করে যাবো।
আপনার মতামত লিখুন :