লক্ষ্মীপুরে নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসীরা।
মঙ্গলবার (০৮ এপ্রিল) বিকেলে ২০ নং চর রমণী মোহন ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নদী পাড়ে দোয়া মাহফিল ও মানববন্ধন করা হয়।
সদর উপজেলার ২০ নং চররমণী মোহন ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে প্রায় দুই শতাধিক ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় তারা নদী ভাঙ্গন রোধে বর্তমান অন্তবর্তী সরকারের কাছে টেকসই বাঁধ নির্মাণের জোর দাবি জানান।
মানববন্ধন শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হারুন আল মাদানী। এই সময়ে আরো উপস্থিত ছিলেন মাওলানা আবু সালে মোঃ নুর, হাফেজ মাওলানা মহিবুল্লাহসহ আরো অনেকে।
মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন,এই ইউনিয়নের (৮ নং ওয়ার্ড) বিলিন হয়ে যাচ্ছে।পূর্ব চর রমনী গ্রামের শতশত একর ফসলি জমি, বসতঘর, বাগান-বাড়ি,রাস্তা-ঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নদী গর্ভে তলিয়ে যাচ্ছে। দ্রুত টেকসই বেড়িবাঁধ না দেওয়া হলে ৮ নং ওয়ার্ড নদী ভাঙ্গনে নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই দ্রুত আমাদের টেকসই বাঁধ নির্মাণের জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
আপনার মতামত লিখুন :