লক্ষ্মীপুরের রামগঞ্জে পরিবেশ দূষণের দায়ে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার (৮ এপ্রিল) উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামে অভিযান চালিয়ে ইটভাটাগুলোর চিমনি ও চুল্লি বিনষ্ট করা হয়।
জনবসতিপূর্ণ এলাকায় গড়ে তোলা ইটভাটাগুলো হলো- জাহাঙ্গীর ব্রিকস ও মদিনা ব্রিকস। পরিবেশ দূষণরোধে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল -ইসলামের নেতৃত্বে অভিযানে রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, পরিবেশ অধিদপ্তর লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠানসহ সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন।
রামগঞ্জে অবৈধ ৮টি ইটভাটা রয়েছে জানিয়ে পরিবেশ অধিদপ্তর লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান বলেন, অবৈধ দুটি ইটভাটার গুঁড়িয়ে বিনষ্ট করে দেওয়া হয়েছে। বায়ুদূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :