লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ অবস্থায় রুবেল হোসেন নামে এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাঁ হাতের কব্জিতে গুলি লেগেছে। শুক্রবার (১১ এপ্রিল) রাত ১১টার দিকে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব চৌপল্লী গ্রামের ব্যাপারি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
এদিকে খবর পেয়ে জেলা পুলিশ সুপার (এসপি) আকতার হোসেন হাসপাতাল পরিদর্শনে গেছেন। এ সময় তিনি রুবেল ও তার সঙ্গে থাকা লোকজনের সঙ্গে কথা বলেন।
আহত রুবেল পূর্ব চৌপল্লী গ্রামের ব্যাপারি বাড়ির আব্দুল কুদ্দুসের ছেলে। তবে কে বা কারা গুলি করেছে তা দেখেননি বলে জানিয়েছেন রুবেল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ে রুবেল ও কদু আলমগীরের মধ্যে বিরোধ চলে আসছে। দুইজন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। ঘটনার সময় বাজার থেকে বাড়ি যাওয়ার পথে রুবেলকে দুর্বৃত্তরা গুলি করে। আগে থেকেই দুর্বৃত্তরা ঘটনাস্থলে ওত পেতে ছিল।
হাসপাতালে আহত রুবেল জানান, চৌপল্লী বাজার থেকে ঘটনার সময় তিনি বাড়ি যাচ্ছিলেন। ঘটনাস্থল পৌঁছালে পেছন থেকে তাকে গুলি করা হয়। এতে গুলিটি তার বাঁ হাতের কব্জিতে বিদ্ধ হয়। তবে কে বা কারা গুলি করেছে তিনি তা দেখেননি। একপর্যায়ে তিনি অচেতন হয়ে রাস্তায় পড়ে যান।
তিনি বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী কদু আলমগীর আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা চেয়েছে। এলাকায় থাকতে হলে টাকা দিতে হবে। তা না হলে আমাকে হত্যা করবে বলে হুমকি দিয়েছে। তিনবার আমার বাড়িতে লোকজন পাঠিয়ে হুমকি দিয়েছে।
বাম হাতের কব্জিতে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি এসেছেন জানিয়ে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় বলেন, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) আকতার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক ব্যবসা নিয়ে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব ছিল। এর জের ধরেই রুবেলকে গুলি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :