কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছে দুই কিশোর। গতকাল রোববার সন্ধ্যায় আশ্রয়শিবিরের সি ব্লকে কিশোর-তরুণদের দুটি পক্ষের মধ্যে কথা-কাটাকাটির জেরে এ ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম নুর হোসেন ওরফে সাইফুল। তিনি সি ব্লকেরই বাসিন্দা। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহত দুই কিশোরকেও চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা শঙ্কাজনক।
পুলিশ ও রোহিঙ্গা নেতারা জানান, এক রোহিঙ্গা তরুণীকে উত্ত্যক্তের জেরে আশ্রয়শিবিরের পাশে ফুটবল খেলার মাঠে দুই পক্ষের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মারামারি শুরু হলে ছুরিকাঘাতে তিনজন আহত হন। তাঁদের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, এক তরুণীকে উত্ত্যক্তের জেরে দুই পক্ষের মারামারির মধ্যে ছুরিকাঘাতে নুর হোসেনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আপনার মতামত লিখুন :