লক্ষ্মীপুর বাঙালি সংস্কৃতির সবচেয়ে বড় উৎসব পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ। আর বর্ষবরণকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টার দিকে সদর উপজেলা পরিষদের সামনে থেকে জেলা প্রশাসক রাজিব কুমার সরকার ও পুলিশ সুপার আকতার হোসেনের নেতৃত্বে আনন্দশোভা যাত্রাটি বের হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে মিলিত হয়।
র্যালীতে গ্রামীন ঐতিহ্য লাঠিখেলা প্রদর্শন করা হয়। এছাড়া ফ্যাস্টিট সরকারের বিভিন্ন অপরাধ কর্মকান্ডের পোষ্টার.ফেস্টুনসহ নানা চিত্র তুলে ধরা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানাসহ জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ অংশ নেয়।
অপরদিকে চিত্রাংকন প্রতিযোগিতাসহ নানা কর্মসুচির মধ্যে দিয়ে বর্ষবরণকে বরন করা হয়।
এদিকে জেলা বিএনপির উদ্যোগেও বর্ষবরণকে কেন্দ্র করে শহরে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। একইভাবে জেলার রামগতি,কমলনগর,রায়পুর ও রামগঞ্জসহ বিভিন্ন স্থানে নানা আয়োজনে কর্মসুচি পালন করা হয়।
জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নতুন বছরকে বরণ করে নিচ্ছে সর্বস্তরের মানুষ। এ উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা,চিত্রাংকন প্রতিযোগিতা,কারুমেলাসহ নানা কর্মসুচির মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগ ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। যেন সবাই সুন্দরভাবে বর্ষবরণ উদযাপন করতে পারে,সেটাই প্রত্যাশা করেন তিনি।






































আপনার মতামত লিখুন :