ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

রায়পুরে বিএনপি কর্মী সাইজ উদ্দিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ভোরের মালঞ্চ | স্টাফ রিপোর্টার এপ্রিল ১৪, ২০২৫, ১২:৫৮ পিএম রায়পুরে বিএনপি কর্মী সাইজ উদ্দিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্যে বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে বিএনপিকর্মী ও স্পেন প্রবাসী সাইজ উদ্দিন দেওয়ানকে (৪৫) হত্যার ঘটনায় এজাহাভূক্ত আসামি জলিল দর্জিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

 

সোমবার (১৪ এপ্রিল) সকালে র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১৩ এপ্রিল) রাতে তাকে চট্টগ্রাম কোতোয়ালী থানার স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত জলিল দর্জি রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের আলী ইসলাম দর্জির ছেলে। মামলার বাদি সাইজ উদ্দিনের বড় ভাই হানিফ দেওয়ান।

 

এজাহারের বরাত দিয়ে র‍্যাব জানায়, ভিকটিম সাইজ উদ্দিন স্পেন প্রবাসী ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে ৭ এপ্রিল পরিকল্পিতভাবে বাদী হানিফ দেওয়ানের ঘর জ্বালিয়ে দেওয়া ও তার পরিবার লোকজনদেরকে হত্যা করার উদ্দেশ্যে আসামিরা জড়ো হয়ে রওয়ানা দেয়। এরমধ্যে বাদির ছোটভাই সাইজ উদ্দিন তার শ্বশুর বাড়ি থেকে আসছিলেন। পথে তাকে আসামিরা কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতাল নেওয়ার সময় প্রায় ১ ঘন্টা আটকে রাখে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

এ ঘটনায় ৯ এপ্রিল হানিফ দেওয়ান বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ ও ১৬০ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামিরা পলাতক রয়েছে। এজাহারভূক্ত ও অজ্ঞাত আসামিদের গ্রেপ্তারে কাজ শুরু করে র‍্যাব।
র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি জলিলকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

প্রসঙ্গত, সাইজ উদ্দিন স্পেন প্রবাসী হলেও বিএনপির সক্রিয় কর্মী। ৭ এপ্রিল রায়পুর উপজেলা কৃষকদলের সদস্য সচিব জিএম শামীম ও উপজেলা বিএনপির সদস্য ফারুক কবিরাজের অনুসারী ফারুক গাজীর লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ঘটনার সময় সাইজ উদ্দিনকে কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান।

Side banner