ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

মাদরাসায় যাওয়ার পথে বজ্রপাতে শিশুর মৃত্যু

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক এপ্রিল ২৮, ২০২৫, ০৪:৫৩ পিএম মাদরাসায় যাওয়ার পথে বজ্রপাতে শিশুর মৃত্যু

নেত্রকোণার মদনে মাদরাসা যাওয়ার পথে বজ্রপাতে একটি শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম আরাফাত (১০)। 

 

সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী গ্রামে নিজবাড়ির সামনেই বজ্রপাতে মৃত্যু হয় তার।

 

আরাফাত উপজেলার তিয়শ্রী গ্রামের আব্দুস ছালামের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান।

 

স্থানীয়রা জানান, আরাফাত বাড়ির পাশের একটি হাফেজিয়া মাদরাসায় পড়াশোনা করে। প্রতিদিনের মতো সোমবার ভোরে ফজরের নামাজ শেষে মা-বাবাকে বলে মাদারাসায় যাচ্ছিল আরাফাত। মাদরাসার পাশে পৌঁছালেই হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।

 

এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অলিদুজ্জামান বলেন, আরাফাত নামের এক মাদরাসা শিক্ষার্থী বজ্রপাতে মারা গেছে বলে খবর পেয়েছি। সরকারি নিয়ম অনুযায়ী তার পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।

 

Side banner