লক্ষ্মীপুরের কমলনগরে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৪ ইটভাটার মালিকদের মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্য এক ইটভাটার চিমনি, কাঁচা ইট ও অন্যান্য সরঞ্জাম বিনষ্ট করা হয়।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) মো. আরাফাত হোছাইন, পরিবেশ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলার সহকারি পরিচালক মো. হারনুর রশিদ পাটওয়ারী ও সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস এবং আনসার বাহিনীর একটি টিম।
জরিমানাকৃত ইটভাটাগুলো হলো হাজী হক ব্রিক্সের ২ লাখ ৫০ হাজার, তাহেরা ব্রিক্স ২ লাখ ৫০ হাজার, মদিনা ব্রিকস ২লাখ ও রহিমা ব্রিকস ২লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভেঙে দেওয়া হয় মেঘনা ব্রিকস।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক অবৈধ ইটভাটায় অভিযান দিয়ে জরিমানা ও তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :