ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

লক্ষ্মীপুরে উদ্বোধন হলো ‍‍`Hungry Bites‍‍` রেস্টুরেন্ট 

ভোরের মালঞ্চ | লক্ষ্মীপুর প্রতিনিধি মার্চ ১০, ২০২৩, ০৯:২৬ পিএম লক্ষ্মীপুরে উদ্বোধন হলো ‍‍`Hungry Bites‍‍` রেস্টুরেন্ট 

ভোজন বিলাসী মানুষগুলোর কথা ভেবে নতুন মাত্রা নিয়ে লক্ষ্মীপুরে উদ্বোধন হলো Hungry Bites চাইনিজ রেস্টুরেন্ট। বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে শহরের দক্ষিণ তেহমুনী পেট্রল পাম্প সংলগ্ন এই রেস্টুরেন্টটি আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজ্জামেল হায়দার মাসুম ভূঁইয়া। 

 

এসময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেক, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রাজু আহমেদ, Hungry Bites চাইনিজ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ওমর ফারুকসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

 

এসময় সুসজ্জিত পরিবেশে বৈচিত্র্যময় খাবারের সম্ভার পাবেন নতুন এ রেস্টুরেন্টটিতে এমনি প্রত্যাশা করেন অতিথিবৃন্দ। 

 

Hungry Bites চাইনিজ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ওমর ফারুক বলেন, আমরা এখানে মানসম্মত খাবার সরবরাহ করার চেষ্টা করবো। আমাদের এখানে যে কোন অনুষ্ঠানের খাবার সরবরাহ করার ব্যবস্থা রয়েছে। সঠিক ভাবে ব্যবসা পরিচালনা করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। 

Side banner